ভুমিকম্প হচ্ছে ভুমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভুমি কম্পন হয়ে থাকে। এর মুল কারন ভু অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভুপৃষ্টের ফাটল বা আগ্নেয় গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরি তলের চাপ ঐ ফাকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। আর তখনই ভু-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয় যা ভুমিকম্প নামে পরিচিত। ভুমি কম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড হয়ে থাকে তথাপি এর মাত্রা অনুসারে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভুমিকম্প মাপার যন্ত্রের নাম রিখটার স্কেল। সম্প্রতি(25/04/2015) নেপালে সংগঠিত এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ও সম্পদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রছিল 7.9।বাংলাদেশ, ভারত ও এই কম্পন অনুভুত হয় এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের কারণ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, ভূপৃষ্ঠের উপরের স্তরে অনেকগুলো প্লেট আছে এগুলো আবার অনেকগুলো সাবপ্লেটে বিভক্ত। এগুলো সবসময় নড়াচড়া করছে। একটার সঙ্গে আরেকটার ঘর্ষণে এই ভুকম্পনের সৃষ্টি হয়। আবার আগ্নেয়গিরির কারণে ভূ অভ্যন্তরের ভেতর থেকেও ভুকম্পনের সৃষ্টি হয়ে থাকে। আবার কোন কোন এলাকায় ভূপৃষ্ঠের গভীর থেকে অতিরিক্ত পানি কিংবা তেল ওঠানোর ফলে ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে।’
2. উচু বিল্ডিং এ থাকলে এবং বের হতে না পারলে, শক্ত কোন বীম বা সিড়ি নিচে অবস্থান করুন।
3. মানসিক চাপ ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রনে রাখুন।
4. তাড়াহুড়া করে প্রবেশ/ প্রস্থান পথে ভিড় করবেন না এবং ভিড় ঠেলে যাবেন না।
5. বহুতল ভবনে এক স্থানে অনেক মানুষ জমা থাকবেন না এবং ভবন থেকে দ্রুত নেমে যাওয়ার সময়ে অপেক্ষাকৃত কম ঝাকুনি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করুন।
6. আপনার উপস্থিতি ও অবস্থান উদ্ধারকারীদের সাথে সাথে জানাতে আপনার সেল ফোনে অবশ্যই উদ্ধারকারী ফাইয়ার সার্ভিস অথবা অন্যান্য উদ্ধারকারী দলের হেলপ লাইনের নাম্বার সংরক্ষন করুন এবং দুততার ভিত্তিতে জানাতে চেষ্ঠা করুন।
7. স্নায়ুবিক দুর্বলতা বেশি হলে মাটিতে কাত হয়ে শুয়ে পড়ুন।
8. এই সময়ে কোন প্রকার গুজোবে প্রচার করে জনমনে আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি করবেন না।
9. এই সময়ে উচু বিল্ডিং থেকে লাফানোর মত ঝুকিতে যাওয়ার চেষ্ঠা করবেন না।
10. সম্ভব হলে মাথার উপর শক্তকরে বালিশ অথবা অন্য কোন শক্ত বস্তু (কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুন্ডলি)ধরে রাখুন।
তথ্যসূত্র- www.teachers.gov.bd অ্যান্ড www.jagonews24.com/
ভুমিকম্প কেন হয়ে থাকে?
বিশেষজ্ঞদের মতে গোটা ভূপৃষ্ঠই কয়েকটি স্তরে বিভক্ত। আবার প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এসব বিশাল আকারের টেকটোনিক প্লেটগুলো যখন একের সঙ্গে অপরে ধাক্কা খায় তখন কেঁপে ওঠে মাটির নীচের তলদেশ। আর আমরা ভূপৃষ্ঠের ওপর ভূকম্পন অনুভুত করি।ভূমিকম্পের কারণ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, ভূপৃষ্ঠের উপরের স্তরে অনেকগুলো প্লেট আছে এগুলো আবার অনেকগুলো সাবপ্লেটে বিভক্ত। এগুলো সবসময় নড়াচড়া করছে। একটার সঙ্গে আরেকটার ঘর্ষণে এই ভুকম্পনের সৃষ্টি হয়। আবার আগ্নেয়গিরির কারণে ভূ অভ্যন্তরের ভেতর থেকেও ভুকম্পনের সৃষ্টি হয়ে থাকে। আবার কোন কোন এলাকায় ভূপৃষ্ঠের গভীর থেকে অতিরিক্ত পানি কিংবা তেল ওঠানোর ফলে ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে।’
ভুমিকম্প
কেন হয়ে থাকে? বিশেষজ্ঞদের মতে গোটা ভূপৃষ্ঠই কয়েকটি স্তরে বিভক্ত। আবার
প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এসব বিশাল আকারের টেকটোনিক প্লেটগুলো
যখন একের সঙ্গে অপরে ধাক্কা খায় তখন কেঁপে ওঠে মাটির নীচের তলদেশ। আর আমরা
ভূপৃষ্ঠের ওপর ভূকম্পন অনুভুত করি।
ভূমিকম্পের কারণ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, ভূপৃষ্ঠের উপরের স্তরে অনেকগুলো প্লেট আছে এগুলো আবার অনেকগুলো সাবপ্লেটে বিভক্ত। এগুলো সবসময় নড়াচড়া করছে। একটার সঙ্গে আরেকটার ঘর্ষণে এই ভুকম্পনের সৃষ্টি হয়। আবার আগ্নেয়গিরির কারণে ভূ অভ্যন্তরের ভেতর থেকেও ভুকম্পনের সৃষ্টি হয়ে থাকে। আবার কোন কোন এলাকায় ভূপৃষ্ঠের গভীর থেকে অতিরিক্ত পানি কিংবা তেল ওঠানোর ফলে ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে।’ - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%20%E0%A6%95%E0%A7%80%20%E0%A6%93%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8/24855#sthash.w6lF0Jtf.dpuf
ভূমিকম্পের কারণ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, ভূপৃষ্ঠের উপরের স্তরে অনেকগুলো প্লেট আছে এগুলো আবার অনেকগুলো সাবপ্লেটে বিভক্ত। এগুলো সবসময় নড়াচড়া করছে। একটার সঙ্গে আরেকটার ঘর্ষণে এই ভুকম্পনের সৃষ্টি হয়। আবার আগ্নেয়গিরির কারণে ভূ অভ্যন্তরের ভেতর থেকেও ভুকম্পনের সৃষ্টি হয়ে থাকে। আবার কোন কোন এলাকায় ভূপৃষ্ঠের গভীর থেকে অতিরিক্ত পানি কিংবা তেল ওঠানোর ফলে ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে।’ - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%20%E0%A6%95%E0%A7%80%20%E0%A6%93%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8/24855#sthash.w6lF0Jtf.dpuf
আসুন জেনে নিই ভুমিকম্প হলে আপনার সাবধানতাই কী কী করনীয়:--
1. ভুমিকম্প হচ্ছে এমনটা জানতে পারার সাথে সাথে ফাকা ও উম্মুক্ত স্থানে চলে আসুন।2. উচু বিল্ডিং এ থাকলে এবং বের হতে না পারলে, শক্ত কোন বীম বা সিড়ি নিচে অবস্থান করুন।
3. মানসিক চাপ ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রনে রাখুন।
4. তাড়াহুড়া করে প্রবেশ/ প্রস্থান পথে ভিড় করবেন না এবং ভিড় ঠেলে যাবেন না।
5. বহুতল ভবনে এক স্থানে অনেক মানুষ জমা থাকবেন না এবং ভবন থেকে দ্রুত নেমে যাওয়ার সময়ে অপেক্ষাকৃত কম ঝাকুনি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করুন।
6. আপনার উপস্থিতি ও অবস্থান উদ্ধারকারীদের সাথে সাথে জানাতে আপনার সেল ফোনে অবশ্যই উদ্ধারকারী ফাইয়ার সার্ভিস অথবা অন্যান্য উদ্ধারকারী দলের হেলপ লাইনের নাম্বার সংরক্ষন করুন এবং দুততার ভিত্তিতে জানাতে চেষ্ঠা করুন।
7. স্নায়ুবিক দুর্বলতা বেশি হলে মাটিতে কাত হয়ে শুয়ে পড়ুন।
8. এই সময়ে কোন প্রকার গুজোবে প্রচার করে জনমনে আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি করবেন না।
9. এই সময়ে উচু বিল্ডিং থেকে লাফানোর মত ঝুকিতে যাওয়ার চেষ্ঠা করবেন না।
10. সম্ভব হলে মাথার উপর শক্তকরে বালিশ অথবা অন্য কোন শক্ত বস্তু (কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুন্ডলি)ধরে রাখুন।
তথ্যসূত্র- www.teachers.gov.bd অ্যান্ড www.jagonews24.com/
No comments:
Post a Comment