শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা । একজন আদর্শ শিক্ষক ডঃ
সর্বপল্লী রাধাকৃষ্ণণ (Dr. Sarvepalli Radhakrishnan ) [৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫] তিনি
তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও
অধ্যাপক ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর
ডিগ্রি লাভ করেন। তার বিষয়টি ছিল ‘বেদান্ত দর্শনের বিমূর্ত
পূর্বকল্পনা’(The Ethics of the Vedanta and its Metaphysical
Presuppositions)। তাঁকে British knighthood-এ সম্মানিত করা হয়। ১৯৫৪তে
ভারতরত্ন উপাধি পান। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা
করেন। সে সময়েই তিনি লেখেন তাঁর প্রথম গ্রন্থ ‘The Philosophy of
Rabindranath Tagore’। দ্বিতীয় গ্রন্থ ‘The Reign of Religion in
Contemporary Philosophy’ রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও
বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন ‘জন্মদিনের পরিবর্তে ৫ই
সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্যাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ
করবো।’ সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবসরূপে অনুষ্ঠিত হয়ে চলেছে।
673-sc/P Order of 3% yearly enhancement of Remuneration Notification Date
4th August 2023
-
3% yearly enhancement of Remuneration/ Professional Fees in respect of
Contractual Computer Instructors under ICT @ School Project who were
brought under...
No comments:
Post a Comment