BENGALI, HISTORY, GEOGRAPHY, POLITICAL SCIENCE, COMPUTER APPLICATION, COMPUTER SCIENCE, MATH AND ENVIRONMENT STUDIES,

Responsive Ads Here

Friday, 18 December 2015

ভূগোল সম্পর্কিত কিছু প্রশ্ন

  • ভূগোল শব্দের অর্থ কি ?
উত্তর- ভূ = পৃথিবী, গোল = গোলাকার। ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। 
  • ভূগোলের প্রধান বিষয় কি কি?

  • সার্বিক অর্থে পৃথিবী বলতে কী বোঝায়?
উত্তর- পৃথিবীর জল, স্থল ও বায়ুমন্ডল।
  • পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর- জীবসম্প্রদায়ের পারিপার্শ জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে ।
  • মহাবিশ্ব কী নিয়ে গঠিত?
উত্তর- চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব।
  • ভূ-প্রকৃতি হিসেবে পৃথিবীকে কয়ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর- চারভাগে: পার্বত্য ভূমি, মালভূমি, সমভূমি ও উপকূলীয় সমভূমি।
  • শিলা (Rock) কী ও কয় প্রকার?
উত্তর- মৃত্তিকা পৃথিবীর পৃষ্ঠস্থ অপুরু মূল্যবান স্থর যার উপর জীব জগতের অস্তিত্ব নির্ভরশীল। এটি একটি তিন দশা…্তু। মৃত্তিকার উদ্ভব ধাপে ধাপে অগ্রসর হয়। ভৌত, রাসায়নিক ও জৈব স্বতন্ত্র সত্তা দিয়ে মৃত্তিকা তৈরি হয়।
  • আগ্নেয়গিরি (Volcano) কাকে বলে?
উত্তর- ভূ-পৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, …ধারন করে। তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি হতে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত।

No comments:

Post a Comment

বিজ্ঞাপন